Wellcome to National Portal

০১ নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা নিষেধ। মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, নিষেধাজ্ঞাকালীন জাটকা ধরা, সংরক্ষণ, পরিবহন, বিপণন দণ্ডনীয় অপরাধ। আইন অনুযায়ী দশ ইঞ্চি আকৃতির ইলিশ জাটকা হিসেবে গণ্য করা হয়। প্রথমবার কেউ এই আইন অমান্য করলে এক বছর থেকে  দু্ই বছরের দণ্ড বা একই সঙ্গে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধিীন মৎস্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের স্থায়ী অফিস । বাংলাদেশের প্রতিটি  উপজেলায় মৎস্য  অফিসারের কার্যালয় রয়েছে ।

দপ্তরের কার্যক্রম:

 

#  উপজেলা বিদ্যমান জলাশয়ে সুষ্ঠ ব্যবস্থাপনার লক্ষ্যে কারিগরি পরামর্শ প্রদান করা

 

#  ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে মৎস্য বিষয়ক প্রকল্প প্রনয়ণ ও বাস্তবায়নে সহায়তা প্রদান করা

 

#  উপজেলা মৎস্য বিষয়ক সার্বিক তথ্যাদি সংগ্রহ, সংরক্ষন ও সরবরাহ করা

 

#   মৎস্য খাদ্য আইন-২০১০ ও মৎস্য খাদ্য বিধিমালা-২০১১ এর আওতায় খাদ্য উৎপাদনকারী/ আমদানীকারক/ বিপননকারী প্রতিষ্ঠান সমূহকে লাইসেন্স প্রদান ও নবায়ন, পরিদর্শন এবং মৎস্য খাদ্য নমুনা সংগ্রহ ও তা পরীক্ষাসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা

 

#  মৎস্য হ্যাচারী আইন- ২০১০ ও মৎস্য হ্যাচারী বিধিমালা- ২০১১ এর মৎস্য হ্যাচারী সমূহের নিবন্ধন প্রদান ও নবায়ন নিশ্চিত করা এবং আইন প্রতিপালনে ব্যার্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ

 

#  মাছ ও চিংড়িতে ফরমালিনসহ নিষিদ্ধ ঘোষিত অপদ্রব ব্যবহার রোধ এবং নিরাপদ মৎস্য খাদ্য সরবরাহে সহযোগিতা প্রদান

 

#  অধিক উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে সরকারী বীজ উৎপাদন খামারের কর্মপরিকল্পনা প্রনয়নসহ বিভিন্ন প্রজাতির গুনগত মান সম্পন্ন পোনা ও ব্রুড মাছ উৎপাদন ও সরবরাহ

 

#   মৎস্য উৎপাদন বৃদ্ধিতে গনসচেতনতা সৃস্টির লক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ পালন, মৎস্য পুরষ্কার প্রদান, অন্যান্য বিভাগের পুরষ্কার প্রদান ও মনোনয়নে সহায়তা প্রদান এবং বিভিন্ন মেলা ও দিবসে অংশ গ্রহণ

 

#  উপজেলা পর্যায়ে বাস্তবায়িত মৎস্য বিষয়ক সকল কর্মকান্ড তদারকি, পর্যালোচনা ও এতদবিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা

 

#  মৎস্য মান নিয়ন্ত্রন ব্যবস্থা Kvh©কর করার লক্ষ্যে মাছ ও চিংড়ি চাষে অননুমোদিত দ্রবের ব্যবহার বন্ধে উদ্ধুদ্ধকরন এবং সংক্রমনের উৎস সনাক্তকরন, জিএপি, হ্যাসাপ, মাছ ও চিংড়ির আহরনোত্তর পরিচর্যা মৎস্য বাজারজাতকরণ স্থাপনার হাইজিন-সেনিটেশন নিশ্চিতকরণ ও এন আর সি পি কার্যক্রম বাস্তবায়নে তদারকি করা

 

#  জেলা মৎস্য বিষয়ক ও প্রাতিষ্ঠানিক সমস্যা চিহ্নিত করা এবং সমাধানকল্পে ব্যাবস্থা গ্রহণ করা

 

#  অধিদপ্তরীয় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বর্নিত দায়িত্ব পালন করা

 

#  প্রাকৃতিক দুর্যোগকালিন সময় সার্বক্ষনিক মনিটরিং রুম খুলে মাঠ পর্যায় থেকে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা এবং তা একীভূত করে মন্ত্রণালয়ে প্রেরণের ব্যবস্থা করা

 

 

সম্প্রসারণ মূলক কার্যক্রমঃ

 

ক্রম:নং

কার্যক্রম

মন্তব্য

০১.

উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরন

বরাদ্দ সাপেক্ষে

০২.

প্রদর্শনী খামার স্থাপন

,,

০৩.

মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ

,,

০৪.

সরকারী/খাস পুকুর পুন:খনন

,,

০৫.

অভয়াশ্রম ব্যবস্থাপনা

,,

০৬.

সংযোগ মৎস্য চাষীর খামার পরিদর্শন ও পরামর্শ প্রদান

-

০৭.

জেলেদের আইডি কার্ড প্রণয়ন ও বিতরন

-

 

 

উপজেলা মৎস্য দপ্তরের চলমান প্রকল্প সমূহঃ

 

 ১ ।  ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ( ২য় পর্যায় )

 

২ । ন্যাশনাল এ্যাগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এন. এ. টি. পি.-২)

 

 

১ ।  ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ( ২য় পর্যায় )

 

 

# প্রশিক্ষণ প্রদান

 

# প্রর্দশনী খামার স্থাপন

 

 

২ । ন্যাশনাল এ্যাগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-(এন. . টি. পি.-)

 

# মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার

 

# দল ভিত্তিক প্রন্তিক চাষিদের প্রক্ষিণ প্রদান

 

# সরকার কর্তৃক প্রদেয় অন্যান্য সুযোগ সুবিধা প্রদান

 

উপজেলা মৎস্য দপ্তরের জনবল

 

১.  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা            ০১ জন

 

২. সহকারী মৎস্য কর্মকর্তা                         ০১ জন

 

৩. ক্ষেত্র সহকারী                                     ০২ জন (প্রকল্পে নিয়োজিত)

 

৪. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর    ০১ জন

 

৫. এম. এল. এম. এস.                      ০ জন