মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা মহোদয়ের অফিস আদেশ নং-33.02.0000.102.29.04.17.262 তারিখঃ 03.03.2021 মোতাবেক জনাব দেবদুলাল সাহা, সহকারী মৎস্য কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, মুকসুদপুর, গোপালগঞ্জ কে 07.03.2021 খ্রি. তারিখ হতে 30.04.2021 খ্রি. তারিখ পর্যন্ত দেশের চলমান জাটকা রক্ষার কার্যক্রমকে অধিকতর বেগবান করার লক্ষ্যে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নলছিটি, ঝালকাঠিতে দায়িত্ব পালনের জন্য অদ্য 04.03.2021 তারিখ অপরাহ্নে অত্র দপ্তর হতে ছাড়পত্র প্রদান করা হলো ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস